যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবার তালিকাঃ ক। ১৮ থেকে ৩৫বছর বয়সের শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের কৃষি বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান । ক্রমিক নং প্রশিক্ষণের বিষয় মেয়াদ প্রশিক্ষণের ধরন আসন সংখ্যা প্রশিক্ষণের সময়কাল ০১ “গবাদিপশু হাঁস মুরগি পালনপ্রাথমিক চিকিৎসা মৎস্য চ

সেবার তালিকাঃ
ক। ১৮ থেকে ৩৫বছর বয়সের শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের কৃষির বিভিন্ন বিষয়ে তিনমাস এবং একমাস মেয়াদে প্রশিক্ষণ প্রদান ।

খ। চলতি অর্থবছরের (2024-25) যে সকল প্রশিক্ষণ পরিচালিত হবে তার তালিকা-

ক্রমিক নং

                                                        প্রশিক্ষণের বিষয় 

মেয়াদ

প্রশিক্ষণের ধরন

আসন সংখ্যা 

প্রশিক্ষণের সময়কাল

০১

“গবাদিপশু হাঁস মুরগি পালনপ্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি” বিষয়ক প্রশিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

০৩ মাস

আবাসিক

৬০ জন

০১-৭-২৪ হইতে ৩০-০৯-২৪

০২

“গবাদিপশু পালন” বিষয়ক প্রশিক্ষণ

০১ মাস

আবাসিক

৫০ জন

০১-১১-২৪ হইতে ৩০-১১-২৪

০৩

“গবাদিপশু হাঁস মুরগি পালনপ্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

০১ মাস

আবাসিক

৬০ জন

০১-০১-২৫ হইতে ৩১-০৩-২৫

০৪

“কৃষি ও হর্টিকালচার” বিষয়ক প্রশিক্ষণ

০১ মাস

আবাসিক

৫০ জন

০১-৪-২৫ হইতে ৩০-০৪-২৫

০৫

“হাঁস মুরগি পালন” বিষয়ক প্রশিক্ষণ

০১ মাস

আবাসিক

৫০ জন

০১-৫-২৫ হইতে ৩১-০৫-২৫


খ। প্রশিক্ষণকালিন মাসিক ৪৫০০ টাকা উপস্থিত সাপেক্ষে ভাতা প্রদান। এ ভাতা খাওয়াবাবদ ব্যয় করা হবে।

গ। প্রশিক্ষণোত্তোর সনদপত্র প্রদান।

ঘ। মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ ইত্যাদি সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করা।

ঙ। প্রশিক্ষণ পরবর্তী  কৃষির বিভিন্ন বিষয়ে আত্মকর্ম সংস্থান তৈরীতে সহযোগীতা প্রদান। 

চ। প্রকল্প চলাকালীন কৃষি বিষয়ে পরামর্শ প্রদান।

ছ। গ্রামের বেকার ছেলেমেয়েদের ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসে সরকারীভাবে ফ্রিতে থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ।

    

 প্রশিক্ষণ বর্ষপঞ্জি ২০২৪-২৫.pdf