জুলাই /2004 খ্রিঃ থেকে ডিসেম্বর/2024 খ্রিঃ পর্যন্ত (০1 থেকে 100 তম ব্যাচ) সর্বমোট 3315 ( তিনহাজার তিনশত পনের) জন (পুরুষঃ-2745 জন, মহিলা -570 জন) যুব ও যুবমহিলাকে গবাদিপশু, হাস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ে একমাস/তিনমাস মেয়াদি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । যাদের প্রায় ৬০% সংশ্লিষ্ট বিষয়ে} বিভিন্ন প্রকল্প গ্রহন করে স্বাবলম্বী হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস